শীতল কর আমার উত্তপ্ত হৃদয়,
অনন্ত পিপাসা বুকে তৃষ্ণায় কাতর,
অথৈ জলের গভির প্রেমের সাগর,
অমৃত শরাব পানে অমর অক্ষয়।
চিরঞ্জীব বেঁচে থাকা মনের বাসনা,
তপস্যায় মহাকাল পৃথিবীর বুকে,
সাধনায় মশগুল পবিত্রতা রেখে,
জীবনের আরাধনা বিধির করুণা।।
অস্থিত্ব বিহীন প্রেম অতৃপ্ত আশায়,
সর্বদা বিরাজ করে মানুষের মনে,
হাসি কান্না অনুভবে সুখ শান্তি প্রাণে,
কষ্টের অনলে জ্বলে অন্তর পুড়ায়।
শান্তণার আঁখিজলে উজান প্লাবন,
স্রোতের টানে জীবন বন্যায় ভাঙ্গন।।