গৌরব মর্যাদায় কে ডাকিল মহান,
অনন্ত অসীম প্রভু জগত প্রধান।
দয়ার সাগর বলে ডাকে সুবহান,
করুণা কামনা যাচে মঙ্গল কল্যাণ।
আশেকী অন্তরে যার মাশুকের টান,
এক অদ্বিতীয় সত্তা আনিল ঈমান।
পবিত্র প্রেমের ধ্যানে করিতে সন্ধান,
হৃদয় অঙ্গণে খুঁজে নিত্য হয়রান।
নেই কোন ব্যবধান দুজনার মাঝে,
প্রকাশি গোপন তত্ত পরিচিত নিজে।
উম্মুক্ত রহস্যভেদ লুকাবো কি লাজে,
অস্থিত্তে বিরাজি তার দেহ আত্তা ভাঁজে।
আনন্দে চিত্তে যেজন ডাকে চোখ বুঝে,
দুরত্ব কমিয়ে আসি সাহায্যের কাজে।