অশুভ দিন
শপথ
দিনক্ষণ ঠিকঠাক বাজবে সানাই,
বরযাত্রীর পালকি সাজানো রঙিন,
প্রফুল্ল আনন্দ চিত্তে স্বপ্নেরা সৌখিন,
শুভদিনে শুভযাত্রা একত্রে সবাই।
বেনারসী লাল শাড়ী গহনার সাজ,
খুশির জোয়ারে ভাসে আত্মীয় স্বজন,
ভালবাসা কেঁদে মরে বুকের গহণ,
কনের মনে আনন্দ নেই কোন আজ।
দুটি জীবন একত্রে পবিত্র সম্পর্ক,
নব দম্পতি আবদ্ধ হৃদয় বন্ধনে,
কল্পনার অবসান সুখের সন্ধানে,
নিখিল ভূবনে যেনো গড়ে তোলে স্বর্গ।
ভালবাসা বুকে কনে প্রেমিকের সনে,
বরের কপাল পুড়ে অশুভ সেদিনে।