(((আমার কবিতা পাঠক ও মহৎ হৃদয়ে মন্তব্য প্রদানে উৎসাহ অনুপ্রেণা যোগিয়েছেন যে সকল মহান কবিগন তাঁদের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সম্মান প্রদর্শণ এবং কৃতজ্ঞতার অবনত মস্তিস্ক গভীর ভালবসার শ্রদ্ধাঞ্জলী
তাঁদের চরণে অর্পণ।)))
অসংখ্য ধন্যবাদ কবি
শপথ
অসংখ্য ধন্যবাদ ওগো প্রিয় কবি,
আপনার এ মন্তব্য আনন্দের ছবি।
অধমের লেখাগুলো সাদরে গ্রহণ,
পাঠক হৃদয়ে কবি করে বিচরণ।
সুন্দর মনের মাঝে অনুভুতি ভালো,
হিজিবিজি কথাগুলো জানি এলোমেলো।
প্রশংসাকারী জানি ব্যক্তিত্বে মহান,
শ্রদ্ধা ভক্তি আপানাকে জানাই সম্মান।
দুয়া করবেন শুধু মনের বাসনা,
ভুল ভ্রান্তি ক্ষমা করে দিবেন শান্তণা।
উপদেশ বাণী চাই আছে যত ভালো,
পথ পদর্শক হয়ে দেখাবেন আলো।
ছোট বড় সকলের ভালবাসা চাই,
মহান ব্যক্তি আপনি তুলনা যে নাই।