অর্পণ
শপথ
পুষ্প প্রতিমা বিহীন পুজার আরতি,
সত্যের নৈবদ্য প্রাণ মূলধন পুঁজি,
চন্দণ ধূপের দীপ অন্ধকারে খুঁজি,
অবশেষে নিজে পুড়ে জানাই মিনতি।
অন্তরের নিবেদন চরণে তোমার,
ভক্তির বিশ্বাসে মুক্তি মঙ্গল কল্যাণ,
মহিমার আর্শিবাদ করুণার দান,
সুন্দর জীবন দাও জগতে আমার।।
আশার বাসনা বুকে আত্ম সমর্পন,
পার্থীব লোভ লালসা ত্যাগিলাম সব,
হৃদয়ে শুনি তোমার মিষ্টি কলরব,
দাতার আসনে বসে সাজিলে কৃপণ।
শক্তি সাহস যোগিয়ে পথভ্রষ্ট মন,
গ্রহণে সন্তুষ্ট হও আমার অর্পণ।।