পৃথিবী থমকে আছে চাঁদ তারা রাত,
গোধূলি সকাল সন্ধ্যা দিবস প্রভাত।
অনন্ত অপেক্ষা যবে অধীর আগ্রহ,
আসবে কি সে লগন মিলনে বিগ্রহ।
সেকেন্ড মিনিট ঘন্টা সময় অচল,
মনের সাজানো কুঞ্জ হবে কি বিফল।
নিভৃতে নিরবে শুধু প্রতিক্ষায় একা,
আলো ছায়া আঁধারের ছলনায় ধোকা।
হৃদয় আঙ্গিনায় যে করে বিচরণ,
প্রেমের আরতি সাধে সেবিতে চরণ।
পরম প্রিয় পড়শি অন্তরে বসতি,
সিঁধ কাটে অনায়েসে করিতে ডাকাতি।
সর্বস্ব ত্যাগে জীবন অস্তিত্ব অর্পণে,
কাঁদে যদিও গোপন স্বার্থক মরণে।