কি জগন্য ব্যবহারে কথার আঘাত
অপমান করা ছিল আনন্দ তোমার
কলঙ্কের কালি মেখে নিত্য অপবাদ
কেন ভালোবাসি আমি স্বার্থ কি আমার
অবুঝ ভেবেছি বলে সীমা অতিক্রমে
জ্বালা যন্ত্রনার মাঝে হৃদয়ের শক্তি
অভিযুক্ত আসামীর শাস্তি পালাক্রমে
বাঁচার অধিকারে যে নিতে হবে মুক্তি
অপরাধ যত ছিল চিন্তা ভাবনাতে
সুখী সুন্দর জীবন পৃথিবীর বুকে
যশ খ্যতির সুনাম উপহার দিতে
সুযোগ দিলনা বিধি অযোগ্য আমাকে
মানুষ রুপি পশুর চরিত্র স্বভাব
চাহিদা পূরন করি মিটাতে অভাব