অনুভবে
শপথ

পূর্ণিমার চাঁদ যদি আলো না ছড়ায়,
ভেবে নিব আজ তুমি দুচোখ খোলনি,
আকাশের বুক থেকে যদি ঝরে জল,
বুঝে নিব নিশি জেগে কাঁদে অভিমানী।
আঁধার সীমায় যদি তারা নিভে যায়,
দেখেছি মনের কোনে মেঘ করে আছে,
রুপালী বিজলী যদি কাঁপায় অন্তর,
স্মরণ করো আমায় পাবে খুব কাছে।।

কোকিলের সুর যদি বেদনার গান,
কাননে কুসুম কলি ঘোমটা না খোলে,
শিঁশিরের স্পর্শ সুখে ঘুম টুঁটে গেলে,
সরোবরে প্রস্ফুটিত পদ্ম করে স্নান।।
দৃষ্টির আড়ালে তুমি প্রকৃতিতে খুঁজে,
অনুভবে পাই কাছে আঁখি দুটি বুঝে।