পাশে তুমি থাক সদা এইতো বাসনা,
ছাড়িয়া যেওনা কভু ওগো প্রাণনাথ,
তোমার করুণা মোর জীবনের স্বাধ,
কবুল করিও সখা আকুল প্রার্থণা।
তোমারি ছায়াপথের আমি অনুসারী,
আঁধারে ফেলি চরণ ভয় ভীতি মনে,
শক্তির সাহস দিও সত্য অন্বেষণে,
অনুগত নত শিরে বিশ্ব বহ্মচারী।
ভালোবেসে কাছে থাক যেওনাগো দুরে,
জগতে তোমার প্রেমে কাঁদি দিবানিশি,
অন্তরে জাগ্রত আশা দেখি মুখে হাসি,
তুমি বিহনে পরাণ ছট ফট করে।
চারিদিকে বিরাজিত শুনি কলরব,
কাছে দুরে বিচ্ছেদের নিত্য অনুভব।।