চলে যাচ্ছি প্রাণ প্রিয়া আঁখি মুছে নাও,
ভালোবেসে জীবনের পবিত্র বন্ধন,
পরিবারে সুখ শান্তি দুঃখের বন্টন,
একসাথে পথ চলা কষ্ট ভুলে যাও।
পারব না সঙ্গে নিতে একা রেখে যাই,
কত কথা কত স্মৃতি কাটানো প্রহর,
বাড়ি ঘরে পদচিহ্ন সাজানো সুন্দর,
ভালো থেকো সুস্থ থেকো দুয়া করি তাই।
পরপারে অপেক্ষায় থাকবো তোমার,
স্বর্গ নরকের দ্বারে পাহারায় বসে,
গন্তব্য অনুসরণে সহচর পাশে,
বিধাতার কাছে এই প্রার্থণা আমার।
বিচ্ছেদের জ্বালা বুকে ধৈর্য্য সহকারে,
শক্তি সাহস সঞ্চয়ে ব্যথিত অন্তরে।