বিদায় বেলা কেঁদ না সুধায় স্বামীকে,
ওপারের ডাক এলো আমি যাচ্ছি চলে,
ক্ষম অপরাধ ওগো ভুল ভ্রান্তি হলে,
হাসি মুখে দিও তুমি বিদায় আমাকে।
এসেছিনু স্বপ্ন নিয়ে সোনার সংসারে,
মায়া মমতায় ঘেরা চল্লিশ বছর,
স্নেহের সেতু বন্ধনে শান্তির চাদর,
সুখের স্বর্গ রচিতে বিশ্বাসের নীড়ে।
দায়িত্ব কর্তব্য যত ভালবাসা দিয়ে,
ভাল মন্দে দিদ্ধা দন্ধ মান অভিমানে,
ঝগড়া বিবাধ বাঁধে কথোপোকথনে,
ঘটিবে চির বিচ্ছেদ পবিত্র প্রণয়ে।
ক্ষত বিক্ষত হৃদয় চোখাচোখি চেয়ে,
ভালো থেকো সুস্থ থেকো অন্তিম বিদায়ে।