দুষ্টের পালনে হয় শিষ্টের দমন,
নির্দোষেরা অপরাধী শাস্তির বিধান,
মৃত্যু দন্ডের আসামী মিথ্যার প্রমাণ,
অনাচারে পাপচারে সাজানো ভূবন।
নিষ্পাপ কাঠগড়ায় অন্ধ বিচারক,
জোর জবরদস্তিতে দখল আসন,
ক্ষমতার অধিপতি মুলুক শাসন,
আইনের আদালতে কে খলনায়ক?
স্বার্থের স্বজনপ্রীতি বন্দি জনগণ,
শক্তিতে মুক্তির দাবী ন্যায় নীতি ভুলে,
জাগ্রত বিবেক বোধ ডুবেছে অতলে,
উপহাসে অবহেলা জ্ঞানী বিচক্ষণ।
লোভে পাপ পাপে মৃত্যু বাণী চিরন্তণ,
আর্তনাদে মানবতা করুণ ক্রন্দণ।