অন্ধ আইন
শপথ
বাদীর অভিযোগের লিখিত মামলা,
আইনের চোখে সত্যি আসমাী বিবাদী,
সাজানো ঘটনা মিথ্যা তবু অপরাধী,
বিচার কার্য শুনানী আদালতে খেলা।
ভিত্তিহীন মিথ্যাবাদী স্বাক্ষীর বয়ান,
বিচারক জর্জ শুনে বাদীর বক্তব্য,
রহস্যের অন্তরালে গোপন মন্তব্য,
দন্ডিত অপরাধীর শাস্তির বিধান।
কাঠগড়ায় দাড়িয়ে পবিত্র শপথে,
কুরআন বেদ গীতা বুকেতে জড়িয়ে,
মিথ্যার আঁধারে সত্য আড়ালে লুকিয়ে,
অন্ধ আইনের চোখ আসামী বিপথে।
ন্যায় নীতির আদর্শ রাষ্ট্রীয় কানুন,
জন জীবন আতঙ্কে ব্যর্থ প্রশাসন।