চিতার আগুনে পোড়ে মানুষের দেহ
পোড়ে কি গো ভালোবাসা মমতার স্নেহ
আদর সোহাগ মাখা দুয়া আর্শিবাদ
ছাই হয়ে যায় কি গো জীবনের স্বাদ
উপকার করেছে যে স্বার্থ ভুলে গিয়ে
সময়ের ব্যবধানে কাঁদে পথ চেয়ে
অতীত স্মৃতির ভিড়ে যদি ফিরে আসে
ব্যথার আঘাত মুছে আনন্দে সে হাসে

অৃকতজ্ঞ বেঈমান ভন্ড প্রতারক
ভোগ বিলাসের সুখ করে উপভোগ
লোভের ছোঁবল মারে কলিজা দংশণে
জীবন্ত মানুষ খুঁজে পাঠাতে শ্বশানে
সুযোগে ফোটিয়ে তোলে গুপ্ত পরিচয়
ধোঁকা দিতে বর্ণচোরা করে অভিনয়