জন্মিলাম এই ভবে মরিবার তরে,
প্রানহীন জীবনের বাঁচিবার আশা,
বয়সের দ্বারে দ্বারে গতিরোধ করে,
সময়ের ব্যবধানে খুঁজি ভালোবাসা।
নিষ্ঠুর পৃথিবী কাঁদে শুধু অকারণ,
কে আসিল তার বুকে কে গিয়াছে চলে,
পরিপাটি সুখ শান্তি সাজানো ভুবন,
পাষাণীর চোখে শুধু আমি অবহেলে।
মুখোরিত ধরণীতে পলাতক আমি,
ক্ষুধা তৃষ্ণা নিবারণে বড় অসহায়,
কেউ বুঝে না কাউকে জগতের প্রেমী,
ব্যথিত কাতর চিত্তে বেদনা লুকায়।
প্রয়োজনে আমি তুমি বিশ্বস্ত সম্পর্ক,
শূণ্য যোগফলে কষি হিসাবের তর্ক।।