অহঙ্কারী মেয়ে
শপথ

যে দুঃখ এ অন্তরে লুকানো গোপনে,
পাথরে ফুটিত ফুল দেখিলে ক্রন্দণ,
পাষাণীর বুকে তবু রাখেনি বন্ধন,
কেউ জানে না সে ব্যথা মন শুধু জানে।
সপ্ত সাগরের জল নিভাতে অনল,
অশ্রুধারা বুকে ভাসে তবুও দহণ,
বিরহ বেদনা চিতা জ্বলছে দ্বিগুন,
নদী সাগর আসিল করিতে শীতল।।

কঠিন পাথরে গড়া কাঁচের হৃদয়,
পাষাণ পুরীর দেবী দয়া মায়া হীন,
নির্মম নিষ্ঠুর মন বিষাক্ত নাগীন,
দংশনের ছোঁবলে বুকে ক্ষত হয়।
বিধাতা গড়েছে বুঝি অভিমান নিয়ে,
পরিপাটি সাজে ঘৃণা অহঙ্কারী মেয়ে।।