ওগো দয়াময়
শপথ
তোমার চরণ তলে রবি শশী জ্বলে,
আঁধারে জ্বলে জোনাকী মিটি মিটি আলো,
সৃষ্টির সকলে জানি বাসে কত ভালো,
আমার আরতি শুধু নয়নের জলে।
হৃদয় কুসুম কলি সাজাতে তোমায়,
কখনো আঁধারে খুজি কখনো আলোতে,
কখনো প্রলয় স্তুপে কখনো সৃষ্টিতে,
বিরহ অনল তাপে শুকিয়ে পুড়ায়।
ওগো দয়াময় প্রভু বুঝিনি তোমায়,
প্রকাশিতে তব লীলা নিত্য খেলা করে,
কেহ বলে খুব কাছে কেহ বহুদুরে,
দিবানিশি খুঁজে তবু সকলি বৃথায়।
আমি জানি আছ তুমি হে অন্তরযামী,
বল কি আছে আমার ডেকে পাব আমি।