ওগো দয়াময় প্রভু নামটি রহিম,
নিত্য সত্য তুমি অতি পবিত্র সুন্দর,
করুণায় হে মহান আল্লাহ ঈশ্বর,
এক অদ্বিতীয় তুমি অনন্ত অসীম।
মুক্ত অখন্ড স্বাধীন তুমি অধিপতি,
সৃজনে পালনে সৃষ্টি বন্ধন বিহীন,
বিরাজিত চিরঞ্জীব আদি অন্তহীন,
নিখীল ভূবনে তুমি অন্ধকারে জ্যোতি।
চন্দ্র সূর্য্য গ্রহ তারা সেজদায় রত,
ফুল ফল বৃক্ষ লতা জমি আসমান,
হে মহাপরিচালক সর্বশক্তিমান,
তামাম জাহানে সৃষ্টি শির অবনত।
সর্বত্র বিরাজমান অস্থিত্ব বিলীন,
প্রলয় ধ্বংসের মাঝে তোমারি অধীন।।