অচীন দেশের পাখি মাটির পিঞ্জরে,
ভালোবেসে নীড় বাঁধে বুকের খাঁচায়,
মানব দেহে গোপনে যাওয়া আসায়,
ফাঁকি দিয়ে মায়া ছেড়ে শূণ্যে যায় উড়ে।
আদর যত্নে পাখিটি পোষ নাহি মানে,
হেসে খেলে ফুর্তি করে নাচে সুরে গানে,
কষ্টে আহত আবার আনন্দ বেদনে,
সুখ দুঃখ পালাক্রমে মানব জীবনে।
খাঁচা ছেড়ে যায় যদি অচীন সে পাখি,
রুপের গৌরব মিছে শক্তির ক্ষমতা,
অসাড় নিথর দেহে হারায় যোগ্যতা,
উত্তর পায়না কেউ করে ডাকা ডাকি।
মিছে মায়ার শিকলে বৃথা চেষ্টা বন্ধি,
পাখির সনে জীবনে হয়না যে সন্ধি।