অচেনা অতিথী
শপথ
হৃদয় কপাট খোলে অচেনা অতিথী,
বুকের রাজ্যে প্রবেশে গড়েছে মহল,
মালিকানা দাবী করে মনের সকল,
নির্মাণে প্রেমের নীড় অন্তরে বসতি।
স্বপ্ন আশা ভালবাসা নিত্য প্রতিবেশি,
সুখের রঙিন স্পর্শে করেছে বিভোর,
যত্ন সহকারে দিল মমতা আদর,
পৃথিবীর সব ছেড়ে তাকে ভালোবাসি।
বডিগার্ড সাথে ছিল সন্দেহের তীর,
বিশ্বাসের কথাগুলো অবিশ্বাসে ভরা,
ছলনা প্রতারণার ফাঁদ পেতে খাড়া,
অভিমানে অপমানে ভাসে আঁখি নীড়।
বিরহ অনল কত জ্বালে দিবা নিশি,
ব্যথা বিচ্ছেদে অতিথী আজ সর্বনাশী।