কে ওগো রুপসী তুমি বল পরিচয়,
আলতা রাঙ্গা চরণে মেঠো পথ ধরে,
চঞ্চলা হরিণী ছুটে গহীণ অদূরে,
মুচকি ঠোটের হাসি কাড়িয়া হৃদয়।
হাতের কাঁকন বাজে রিনি ঝিনি সুরে,
আসমানে পূর্ণচন্দ্র কপালের টিপ,
কাজল মাখা আঁখিতে জ্বালানো প্রদীপ,
মন বলে কত চেনা জন্ম জন্মান্তরে।
নির্বাক চাহনি শুধু অপলক চোখে,
বার বার ফিরে ফিরে তাকানো লাজুক,
ইশারায় হাতছানি বিহগী ডাহুক,
ভালোবাসা প্রকাশিল না বলিতে মুখে।
অব্যক্ত কথার ঢালি বুকের গহীণে,
নয়ন দৃষ্টি সীমায় রঙ্গিন স্বপনে।