অবাঞ্চিত সুখ
শপথ
হয়েছি নাস্তানাবোধ ভালবাসা বুকে
নিঃস্ব সব হারিয়ে সাজানো স্বপন
অপমানের আঘাতে কলঙ্ক চন্দণ
জীবন যৌবন সপি দিয়েছি যে তাকে।
অভিষারে মিলনের দুজনার স্মৃতি,
আমার গর্ভে ধারণ ভাবি সুখবর
সামাজিক স্বীকৃতিতে পৃথিবী ধূসর
সেই করে অবহেলা ভাঙ্গে প্রতিশ্রুতি।।
চক্রান্তের জাল বুনে সন্দেহের তীর,
মিথ্যাবাদী অপরাধী পাপীষ্ঠ রমনী
আজ আমি সন্তানের অবৈধ জননী
নিজ হাতে সাজা দিল সে অস্বীকৃতির।।
বাধা বিপত্তি পেরিয়ে সন্তানের মুখ,
বুকের মানিক সোনা মাতৃত্বের সুখ।।