নিঘুম বিচারে সত্য ঘটিতেছে নিত্য,
ধোঁকবাজী প্রতারণা স্বার্থ অন্বেষণ,
মানুষের ক্ষতি করে অর্থ উপার্জন,
ন্যায় নীতির আদর্শ চরিত্রে আলোচ্য।
মুখে শুণি সাধু বাক্য কর্মকান্ডে উল্টে,
উপদেশে মহাজ্ঞানী আপন স্বভাব,
বিবেক বোধে সর্বত্র কিসের অভাব,
লাভ লোকসান কষে কেমনে সে পাল্টে।
ও রে মানুষ জগতে বাহাদুরি কিসে?
বাঁচার গ্যারান্টি বল আছে কয়দিন,
মৃত্যুর পাতানো ফাঁদে জীবন কঠিন,
পাবি কি সুযোগ সেথা টাকা কড়ি ঘুষে?
এখনো সময় আছে সাবধান হতে,
ভালো মন্দ নিরুপণে পাপ পূণ্য পথে।