ও মদিনার মাটিরে ধন্য তুই জানি
মক্কায় জন্মিয়া নবী হিযরত করে
বিশ্বের মহামানব শুয়ে আছে যিনি
হযরত মুহাম্মদ (সাঃ) স্বপরিবারে
বিশ্ব মানচিত্রে তোর নাম চিরঞ্জীব
পদচিহ্ন তোর বুকে হেটেছেন নবী
পবিত্র কদম ছুয়া হয়েছে নসীব
নিখিলে শান্তির দূত তৌহিদের রবি
অধম গুনাহগার মহাপাপী আমি
নবীর উম্মত হতে এনেছি ঈমান
রাসুলের অনুসারী জানি জাহান্নামী
জামিনদার হবে না হাশর মিযান
তবুও বাসনা জাগে মদিনাতে মন
তোর মাটিতে হোক না আমার মরন