খোদার আরশ হতে এল পয়গাম,
পৃথিবীতে নর নারী অভিন্ন মানব,
শুভ প্রণয়ে আবদ্ধ জাতির গৌরব,
মানুষের পরিচয়ে সাজাইতে ধাম।
অধিকারে বেঁধে রাখা কর্তব্য পালনে,
প্রেম প্রীতি ভালবাসা ত্যাগের মহীমা,
ভুল ভ্রান্তি অনায়েসে হয়ে যায় ক্ষমা,
বিচ্ছেদে জ্বালা বাড়ায় স্বার্থের সন্ধানে।
অতৃপ্ত বাসনা বুকে নর কিবা নারী,
সুখ দুঃখ ভাগাভাগি সম্পর্ক গভীর,
চির শান্তির আশ্রম স্বামী আর স্ত্রীর,
হাসি আনন্দ জগতে খেলছে জুয়াড়ি।
সংসারের তালা চাবি প্রিয় কন্যা পুত্র
স্রষ্টার আপন জ্ঞাতি মানুষ বিচিত্র।