নোঙ্গর
শপথ

উত্তাল সমুদ্র বুকে মাতাল তরঙ্গে,
স্রোতের জোয়ারে ভেসে হেলে দোলে তরী,
আশার পাল মাস্তুলে বাতাসেতে ছাড়ি,
তীরের সন্ধানে হাল বৈঠাখানি ভাঙ্গে।
দিক বিদিক হারিয়ে অপেক্ষায় বসে,
হতাশার অন্তরালে ধূসর জীবন,
নিরাশার বালুচরে হৃদয়ে কম্পন,
কষ্টের অবগাহণে মৃত্যু অবশেষে।।

অতল সাগরে ডুবে আশা বাঁধে মাঝি,
কুঁড়াতে তলদেশের মানিক রতন,
দুঃসাহসী ডুবুরী সিন্ধুর গহণ,
বিশ্বজয়ী নাবিকের জীবনের বাজী।
চিরশান্তির প্রশান্তি শীতল অন্তরে,
গন্তব্যে চিরনোঙ্গর  প্রজন্মের তীরে।