নিয়ত রাখি অন্তরে পবিত্র চিন্তায়
অনিষ্টের ক্ষতি করা কাউকে ভাবিনা
সম্মান মর্যাদা ছিল আমার ইচ্ছায়
শ্রেষ্ট মানুষ গড়িতে মনের বাসনা
যৌনক্ষুধা নিবারনে খুঁজেছি উপায়
তোর কাছে কোন কিছু চাওয়াতো নাই
কি আশায় কোন লোভে ত্যাগে মহিমায়
বিধাতা জাগাল স্বাদ তৃপ্তি যেন পাই
আজ আমি মহাপাপী অযোগ্য ক্ষমার
পেতে হলে দিতে হয় বিনিময় প্রথা
পাপের অতলে ডুবি করিতে উদ্ধার
স্বপ্ন আশা ভালোবাসা করে দিলি বৃথা
আবার নিয়ত বাঁধি আমার মঙ্গলে
দুর থেকে বহুদুরে যাই যেন চলে