অহেতুক ভাবনা নিয়ে সৃষ্টির রহস্যভেদে অধমের স্বল্প জ্ঞানের অপরাধ আশা করি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিনীত লেখক।।।
অখন্ড মন্ডল রুপে আহাদ গোপন,
শক্তের পরম ভক্ত নরমের যম,
খেলিতে আজব লীলা সৃজিল আদম,
গুপ্ত হতে ব্যক্ত হলে কিসের কারণ?
মাটিতে আদম গড়ে সাজিয়ে জান্নাত,
হাওয়া রুপে সঙ্গীনী প্রকাশে বাহার,
নিষেধাজ্ঞা জারি করে গন্ধম আহার,
আদেশ অমান্যকারী কে নিয়েছে স্বাধ?
এ কেমন ছলনায় স্রষ্টা সৃষ্টি করে?
আপন ইচ্ছাতে যদি না হয় সাজানো,
কি এমন দোষ ত্রুটি সৃষ্টিতে মিশানো?
অবাধ্য সৃষ্টি সৃজন দক্ষ নির্বিচারে।
অপরাধী আদমকে জগতে প্রেরণ,
ক্ষুধা তৃষ্ণা জ্বালাতনে মানব জীবন।।