ইসলাম মানুষের জীবনের সাথী,
অন্ধকারে পথভ্রষ্ট বিপথে গমন,
মুক্তির সনদে চির সত্য অন্বেষণ,
আলোর মশাল জ্বলে কুরআন বাতি।
নবী রাসুল এলেন পথ পদর্শক,
জীবন পরিচালনা আদর্শ প্রতিক,
অনুসরণে কল্যাণ মঙ্গল সঠিক,
মুশকিলে পরিত্রাণ শান্তির বাহক।
জীবনের লক্ষ্য স্থির নাজাত সন্ধানে,
উন্নতির বাস্তবতা পদ্ধতি গ্রহণ,
সফলতায় স্বার্থক নীতি নির্ধারণ,
সর্বদা অভিভাবক নিরাপত্তা দানে।
সত্য সুন্দর পবিত্র পৃথিবীর খাঁচা,
ইসলামের আশ্রয়ে নিরাপদে বাঁচা।