নাটের গুরু
শপথ
সমাজের মাথা যারা তারা সব অন্ধ,
মাস্তান সন্ত্রাস খুনী তাদের আশ্রয়ে,
অপহরণ ধর্ষণ করছে নির্ভয়ে,
জ্ঞান বিচারে খুঁজেনা কি ভাল কি মন্দ।
ক্ষমতার উচ্চাসনে রাজার রাজত্ব,
জনতার অধিকার করছে হরণ,
নালিশের অভিযোগে মৃত্যুর সমন,
অন্যায় অত্যাচারীর অর্জন কৃতিত্ব।।
শপথ করেন কত রাজনীতিবিদ,
জনস্বার্থে উন্নয়ন সকলের তরে,
সভা মিছিলে বক্তব্য রাখে উচ্চ স্বরে,
দেশ জাতির কল্যাণে স্বার্থের তাগিদ।
কর্মকান্ড পরামর্শ হীতে বিপরীত,
নাটের গরু মশায়ে নিষ্পাপ অতীত।।।