নারী সম্পর্ক
শপথ

সুমতি কুমতি নারী শাশুরী রমণী,
পুত্রবধূ নির্যাতনে কথা কর্মে দোষ,
পদতলে পিষ্ট করে বানিয়ে পাপোশ,
ভাবীর নামে নালিশ করে ননদিনী।।
গর্ভে সন্তান ধারণ করেছে জননী,
ছেলে মেয়ে উভয়েই মানিক রতন,
মাতৃরুপে কত কষ্টে লালন পালন,
পুত্রবধুর নিকট বিষাক্ত নাগিনী।।

নির্যাতিত নিপিড়িত নারী জাগরণ,
বিশ্ব নারী দিবসের তীব্র প্রতিবাদ,
বউ শাশুড়ী সম্পর্কে ঘৃণ্য অপবাদ,
সমজোতা মমতায় মধুর বন্ধন।।
বঞ্চিত অধিকারের আর্তনাদে নারী,
সকল নারী সম্পর্ক নব বিশ্ব গড়ি।।