জগত জুড়ে দয়াল কত নাম জানি,
আল্লাহ ঈশ্বর হরি প্রভু ভগবান,
হিন্দু বৌদ্ধু মুসলিম জাতিতে খৃষ্টান,
আমার বাসরে তুমি আসবে কি শুনি?
মনের সাজানো কুঞ্জে হৃদয়ে আসন,
ভক্তির প্রসাদ নিয়ে ভিখারী দাড়ানো,
সাধন ভজন নেই ধন রত্ম কোনো,
মনের বাসনা শুধু সেবিতে চরণ।
দিবানিশি হরদম অবুঝ অন্তরে,
কত রূপে ছবি আঁকি কল্পনার তুলি,
আকার সাকার ভেবে যত কথা বলি,
ইচ্ছে করে না আসিলে কে আনতে পারে?
প্রশংসা করি তোমার নামের জিকির,
খুশি হয়ে যদি হও সামনে হাজির।