নগণ্য আমি
শপথ
জানি আমি অতি ক্ষুদ্র খুবই নগন্য,
আপনার দৃষ্টি পড়ে অধমের লেখা,
পাঠক হৃদয়ে কবি আনন্দের সখা,
মহান ব্যাক্তিত্বে কবি করেন মন্তব্য।
উপহার নেই কিছু এই অভাগার,
শ্রদ্ধা ভক্তি কৃতজ্ঞতা সাজিয়ে যতনে,
আপনার আর্শিবাদ কুঁড়াই চরণে,
শুভেচ্ছা অভিনন্দন জানাই হাজার।
আল্লাহ ঈশ্বর প্রভু করি মোনাজাত,
রহমত বরকতে কৃপা কর তুমি,
পথভ্রষ্ট অসহায় পাপী বান্দা আমি,
অশুভ জীবন থেকে দাওনা নাজাত।
সুন্দর সৃজনে এই সাজানো বাগান,
পৃথিবীর বুকে দাও মঙ্গল কল্যাণ।