নব ভাবনা
শপথ
চাইনা যে যশ খ্যাতি মানুষের দ্বারে,
সৃজনশীল মস্তিকে নতুন সূচনা,
নিয়ম নীতি ভাঙ্গতে প্রকাশ রচনা,
আমার এই সাধনা সত্য অনুসারে।
নতুনের আগমনে তুচ্ছ পুরাতন,
যুগ যুগ মহাকাল কত আবিস্কার,
কল্যাণ মঙ্গলে জানি পাবে অধিকার,
সাহিত্য ভাণ্ডারে ভুল নব উদ্ভাবন ।
ঈর্ষা নয় আর্শিবাদ চাই আপনার,
মূল্যবান উপদেশ কামনাতে রয়,
সুক্ষ জ্ঞান উপহার দিবেন নিশ্চয়,
ক্ষুদ্র জীবন স্বার্থক বিধির কৃপার।
নতুন চিন্তা ভাবনা মুর্খ গবেষক,
নতুন সংযোজনে নব প্রকাশক ।