মুসাফির
শপথ

এসেছি সফরে আমি মুসাফির হয়ে,
পথ চলি দিবা নিশি থাকি শংসয়ে।
আপন গন্তব্য খুঁজি অজানা শহরে,
অচেনা পথিক ভেবে সকলেই তাড়ে।
তবুও করি সন্ধান পথে পথে বাঁকে,
মুসাফির পরিচয়ে কেউ যদি ডাকে।
ভালবেসে বুকে টেনে দিবে কে আশ্রয়,
জীবন কেটেছে পথে আমি পরাজয়।

হাসি আনন্দের খেলা তামাশার মাঝে,
কতজন প্রিয়জন কথা কর্ম কাজে।
কে আপন হৃদয়ের ভালোবাসা বুকে,
প্রণয়ের দাবীদার জীবনের সুখে।
বিদায়ের দোসর কে প্রাণনাথ সখা?
মরণের রথে চড়ে মুসাফির একা।।