মুক্তির সন্ধান
শপথ

হৃদয় অতলে ডুবে ভাবনার দেশে,
হিংসা বিদ্বেষ সেথা নেই লোভ ক্রোধ,
প্রতিহিংসার শত্রু নিবে প্রতিশোধ,
পেয়েছি জ্ঞানের খনি প্রতিভা বিকাশে।
আলোর মশাল জ্বেলে করে অবসান,
বিদিশার অনামিশা মনের আঁধার,
অজ্ঞতা বিলীন করে সঠিক দীক্ষার,
জীবনের জয়গান মুক্তির সন্ধান।।

প্রেয়সীর ছলনায় ভুল পথে একা
আলো ভেবে মরিচিকা আকড়ে জড়িয়ে,
জীবন চলার পথ ফেলেছি হারিয়ে
ভালবেসে বিনিময়ে প্রতিদান ধোকা।
বিবেকের অনুতাপে স্বার্থ বিসর্জন,
মানব কল্যাণে ডুবে স্বার্থক জীবন।।