মুক্তি
শপথ

হৃদয়ের মুক্তি কভু পাবেনা জীবনে,
প্রতারণার উদ্দেশ্যে মিষ্টি আলাপন,
ছলনার ভালবাসা হৃদয়ে ধারণ,
বিশ্বাস ঘাতক হলে পবিত্র বন্ধনে।
কেন তুমি করেছিলে আমাকে স্মরণ,
অন্তরে জ্বালিয়ে দিতে চিতার অনল,
নাগীনির দংশনে বিঁষাক্ত ছোঁবল,
মুখোশের অন্তরালে লুকিয়ে জীবন।।

সাধুবেশে শয়তান পাতে যত ফাঁদ,  
সত্য চিরঞ্জীব ভবে অমর অক্ষয়,
মিথ্যার আঘাতে কভু ভাঙ্গেনা প্রণয়,
সরল প্রাণের সদা এই ফরিয়াদ।।
ক্ষমা পাবে ভাব যদি শান্তণা অসাড়,
সহচর পরপারে আমিও তোমার।।