বিধির বিধানে লেখা মৃত্যু অনিবার্য,
পার্থিব জগতে জীব তুচ্ছ অজুহাতে,
বাঁচার আশায় মত্ত মুক্ত পৃথিবীতে,
জীবন রচিত হয় নিত্য কৃতকার্য।
স্বাধীন চেতনা বুকে ভুলে চিরসত্য,
অতৃপ্ত বাসনা মনে স্বাক্ষী মহাকাল,
বিশ্বাসী অন্তরে ধোঁকা প্রাপ্ত ইহকাল,
ক্ষণিক অতিথী গড়ে মিথ্যে আধিপত্য।।
প্রাণের অস্থিত্ত্ব জীবে শ্রেষ্ট মূলধন,
আদেশ নিষেধ যত ব্যক্ত অধিকার,
স্বার্থের সন্ধানে জীব তুচ্ছ দাবীদার,
স্রষ্টার কৃতিত্ব তথা নীতি নির্ধারণ।
অবাধ্য গোলাম সৃষ্টি ভুলে মহাজন
আপন ইচ্ছাতে ভাবে মৃত্যু দুশমন।