মনের দুঃখ কইনা রেখেছি অন্তরে,
পাড়া পড়শি জানেনা কি ব্যথা গোপন,
ভাই বন্ধু যত আছে আত্মীয় স্বজন,
চিতার দহণে বুক দিবানিশি পুড়ে।
মন দিয়া ষোলআনা নেই আর বাকি,
হৃদয় উজার করে ভালোবাসা ঢেলে,
শান্তির পরশ পেতে জীবন বিফলে,
ভাঙ্গিল আশার বাসা প্রেমে সবি ফাঁকি।।
নিরলে বসিয়া কান্দি একা পাগলিনী,
উদাসে দিক বিদিক করি ছুটাছুটি,
আনমনে শূণ্যে হেরি যন্ত্রণার ঘাটি,
বোবা কান্না আঁখি নীড়ে দিবস রজনী।
জীবন বাঁচানো দায় মৃত্যুঞ্জয় বিঁষে,
নেশার ঘোরে বেহুশ দংশিল যে কিসে।