মৌলিক
শপথ
অদ্বিতীয় অখন্ডের অধিকারী সত্তা,
আমাদের আল্লাহ সর্ব শক্তিমান,
ইসলাম মানুষের একমাত্র বিধান,
ঈমান আনিতে ভবে পরিশুদ্ধ আত্মা।
উম্মত মুহাম্মদের অনুসারী ভবে,
ঊষায় উদিত রবি আঁধার ভূবনে,
ঋষী মুনী কুরআনে রয়েছে সন্ধানে,
একমাত্র কালেমার জপ মালা রবে।।
ঐশী বাণী আল্লাহর পবিত্র আয়াত,
ওযু গোসল ফরজ পালনে মুমিন,
ঔষুধ নামাজ রোজা সেজদা জমিন,
অন্তরে আসক্ত প্রেম মুক্তির নাজাত।
পরম করুণাময় সুবাহানাল্লাহ,
রহমানুর রহিম মৌলিক আল্লাহ।।