মতিভ্রম
শপথ
জীবনের যাত্রা পথে হচ্ছি মতিভ্রম,
কুৎসিত সভ্যতার আধুনিক বিশ্ব,
অশালীণ সমাজের প্রতিভা নিঃস্ব,
কর্ম কান্ডে বর্বরতা মানুষের শ্রম।
গুণীজন নিন্দণীয় গেল রসাতলে,
আগামীর ভবিষ্যত উন্নত প্রযুক্তি,
অন্ধকারে নেই দিশা প্রজন্মের মুক্তি,
বাস্তব প্রতিচ্ছবির সত্য ন্যায় ভুলে।।
সুশ্রী নির্মল সুন্দর জীবনের সুখ,
চরিত্র আদর্শনীতি ব্যক্তিত্বে মহান,
পৃথিবীর সজীবতা মানব কল্যাণ,
বিকোশিত শিক্ষা দীক্ষা বিবেক জাগুক।
মুখোরিত আনন্দের মানব জীবন,
অনন্ত সুখ শান্তির স্বর্গের ভূবন।।