দিনগুলি কেটে যায় ব্যস্ততার মাঝে
রাতগুলো অসহায় কেউ নেই পাশে
মনের গভীরে যারে ধীরে ধীরে খুজে
বিচ্ছেদের বেদনায় কাঁদে ভালোবেসে
দৃষ্টি সীমা অতিক্রমে অপলক আঁখি
পৃথিবীর সবকিছু দেখে অসুন্দর
মানুষের মাঝে নেই প্রান প্রিয় সখি
স্বকরুন আর্তনাদে বিঁষাধ অন্তর
আত্মার প্রশান্তি প্রেম তৃষ্ণায় আকুল
অস্থিত্ব বিহীন মনে অতৃপ্ত বাসনা
ভক্তি পুজার আরতি হয় যদি ভুল
বুকের পাঁজর ভাঙ্গে জীবন সাধনা
বিশ্বাসে শক্তি সাহস বাঁচার প্রেরনা
কাফনে দাফন করে মরণ যন্ত্রনা ।