মূর্খ মানব
শপথ
মূর্খ মানব জগতে খুঁজে মরে যাঁরে,
মন্দিরে দেবতা নাই মসজিদে খোদা,
জনম ভরে ভুলের প্রতিফল বৃথা,
হৃদয়ের বীণা তারে রয়েছে অন্তরে।
পাথরে ঠুকাও মাথা দেবীর সামনে,
ভক্তির অঞ্জলী সাজে পূজা অর্চণায়,
মুমিন মুসলমান পড়ে সেজদায়,
আযানের সুর শুনে মসজিদ পানে।
অনন্ত অসীম স্রষ্টা অস্থিত্ব বিহীন,
নিরাকার রুপ হয আকারে রঙিন।
মানব হৃদয়ে আছে গোপনে লুকিয়ে,
পাবেনা আল্লাহ হরি প্রভু ভগবান,
তসবি মালা জিকিরে করিলে সন্ধান,
মক্কা কাশী বৃন্দাবনে কে পেয়েছে গিয়ে?