মনের রসায়ন
শপথ

মিলনে সুখের হাসি বিরহে কাঁন্দন,
দুজনার মন হলে সাদা আর কালো,
কাগজে কলমে লেখা হয় জানি ভালো,
অন্তরে অন্তরে সেতু বিশ্বাসে বন্ধন।
দুটি মন চায় যদি লাল আর নীল,
রঙ মেখে সঙ সেজে দুজন দুদিকে,
ভিতরে বাহিরে শুধু গরমিল থাকে,
আকাশে রঙধনুর হয়না যে মিল।

মনে মনে লেগে যায় ভাবনা টক্কর,
ঘৃণা আর ভালবাসা যুদ্ধে দুই বীর,
অনুরাগে অভিমান হৃদয় অস্থীর,
এলোমেলো অভিযোগ বিপদ চক্কর।
অনুতাপে সমাধান সমস্যা দিগুন,
দুটি মন ভেঙ্গে গিয়ে জটিল জীবন।।