চোর ডাকতের ভয় সদা জাগে প্রাণে,
মনের পুটলি বেঁধে রাখা আমানত,
গচ্ছিত সম্পদ তুমি কর হেফাজত,
নিশ্চিন্তে বাঁচতে দাও দারিদ্র জীবনে।
কখনো চুরি না করে আর যেন কেউ,
থাক তুমি দিবানিশি মনের প্রহরী,
আল্লাহ ঈশ্বর প্রভু ভগবান হরি,
জিম্মাদার ভূমন্ডলে ভালবেসে হও।।
অটুঁট বিশ্বাস মোর হৃদয়ের ধন,
ভক্তির সেজদা পুজা মূলধনে লাভ,
লোকসান করে দিতে অজ্ঞানী স্বভাব,
ধোকাবাজী প্রতারক দুষ্ট মহাজন।
প্রেম রসিকা মদন বসায় কাঁচারি
কর আদায় করিতে নিত্য জমিদারী।।