জানি না কেমন করে বুকের ভিতর,
আপন পড়শী হয়ে প্রাণের বাসিন্দা,
অন্তরে বাজায় সে যে প্রেমের সারিন্দা,
ভাবনায় মগ্ন তাই উদাসী প্রহর।
অতন্দ্র প্রহরী আমি হৃদয় সীমান্তে,
জাগ্রত দিবস যামী আঁধারে আলোতে,
জীবনের নিরাপত্তা কঠিন বাজীতে,
সুখের ভূবন গড়ি মনের অজান্তে।
বুকটা ক্ষুদাই করে রক্তের আঁচড়ে,
ভালোবাসার অক্ষরে নাম লিখি তার,
স্বপ্নের মাধুরি নিয়ে ছবি আঁকি যার,
আশার প্রদীপ জ্বেলে নয়নের নীড়ে।
আকুল পিয়াসী প্রেমে চাই আমি সুধা,
অতৃপ্ত বাসনা তুমি মিটে তৃষ্ণা ক্ষুধা।