মনের গতি
শপথ

দুরন্ত পাগলা ঘোড়া দিবানিশি ছুটে,
লাগামহীন গতিতে উদ্দেশ্য বিহীন,
লাল নীল সাদা কালো সাজানো রঙিন,
আকাশ পাতাল ফুড়ে অজানার ঘাটে।
নিমিষে পাড়ি জমায় স্বর্গের সোপান,
গন্তব্যে পথ হারিয়ে নরকের দ্বারে,
কষ্টের জ্বালা যন্ত্রণা নিত্য সঙ্গী করে,
আশার প্রদীপ হাতে সুখের সন্ধান।

সুখ দুখ অনুভবে হাসি আর কান্না,
অতৃপ্ত পিপাসা বুকে কামনা বাসনা,
প্রাপ্তির পূর্ণতা নেই নতুন সূচনা,
জীবনের তীব্র নেশা চাহিদার বন্যা।
আমি কে বা মনটা কে আজনা অচেনা,
মনের গতি নির্ণয়ে অস্থির ভাবনা।