মনের গহীণ বনে দিবা নিশি বসি,
বাজাও বাঁশের বাঁশি কে তুমি বিদেশী?
মধুর সুরের টানে যাদু মাখা হাসি,
নিরলে বসিয়া কেন জগতে উদাসী?
ওরে ও বাঁশিওয়ালা লুকিয়ে গোপন,
ঘরের বাহির করে বসন্ত ফাগুন।
আশার বাসনা জাগে হৃদয়ে স্পন্ধন,
নগরে বন্দরে ঘুরি প্রেমের ভূবন।
নাম ধরে সুর তোলে ডাকে পরদেশী,
কলঙ্কের জ্বালা বুকে ব্যথা ভালবাসি।
কার পানে ছুঁটে চলি শুনে পোড়া বাঁশি,
পিরিতের হাড় গলে নিত্য দেয় ফাঁসি।
শুনিলে শ্যামের বাঁশি সইতে না পারি,
আর কত কাল রাধা প্রেমানলে পুড়ি!