মনের গতিসীমা
শপথ
পূর্ব পশ্চিম দিগন্তে উত্তর দক্ষিণ,
সীমান্ত সম্মুখ পানে গন্তব্য অজানা,
দেশ বিদেশ ভ্রমণে সুখের ঠিকানা,
আশা ভালবাসা মনে পৃথিবী রঙিন।
সর্বোচ্চ বর্গমাইল গতিসীমা বেগ,
ডানে বামে নেই কোন ট্রাফিক আইন,
রেড গ্রীন সিগন্যালে হয়না ফাইন,
হলুদ সঙ্কেত শুধু সাজানো আবেগ।
আকাশে উড়োজাহাজ গতি সীমাহীন,
সাগরে জাহাজ ভাসে চলমান ট্রেন,
ট্রাকের ওভারটেকে ব্রেকফেল ব্রেন,
নভোমন্ডল ভূস্বর্গ করে প্রদক্ষিণ।
গতিসীমা নির্ধারণে নেই মাপকাঠি,
মস্তিস্কের নিয়ন্ত্রণে মন পরিপাটি।