লিখিনি প্রেমের চিঠি মিষ্টি আলাপনে,
দেইনি গোলাপ খামে প্রেমের প্রস্তাবে,
মনের অব্যক্ত কথা প্রকাশ নিরবে,
দুকলম লিখি তাই অতীব যতনে।
ইচ্ছে হলে পড়ে নিও কোন অবসরে,
নয়তো ছুড়ে ফেলিও পুড়াতে আগুনে,
ময়লা কাগজ ভেবে রেখো ডাস্টবিনে,
রাগে ঘৃণায় আমাকে ফেলে দিও ছিঁড়ে।
অধিকার নেই কোন চাইব জবাব,
করুণার মহা দান চিঠির উত্তর,
সময়ের অপব্যয়ে হব ক্ষতিকর,
ইচ্ছা অনিচ্ছা তোমার রুচির স্বভাব।
শেষ বারে ক্ষমা পেতে করেছি বিরক্ত,
ভুল ভ্রান্তি অভিমান প্রেমের আসক্ত।।।।